Skills for Employment Investment Program (SEIP), Tranche-3 এর আওতায় ৪র্থ ব্যাচে নিম্ন বর্ণিত ০৪ মাস মেয়াদী কোর্স সমূহে ভর্তি ইচ্ছুক ১৮ হতে ৪৫ বছর বয়সী প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্স ২০২২
কোর্স সমূহের নাম:
১. ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেন্যান্স; ভর্তিত যোগ্যতা নূন্যতম ৮ম শ্রেনী পাশ
২. রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং; ৮ম শ্রেনী
৩. গ্রাফিক্স ডিজাইন; এসএসসি পাশ।
৪. কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট (RMG); এসএসসি পাশ।
৫. মিড লেভেল সুপারভাইজার (RMG); ৮ম শ্রেনী পাশ।
৬. ওয়েল্ডিং; ৮ম শ্রেনী;
৭. প্লাম্বিং; ৮ম শ্রেনী।
seip প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২২
আবেদনের শেষ তারিখ: ০১/০১/২০২৩ খ্রি:
ফলাফল প্রকাশ: ০৪/০১/২০২৩ খ্রি: বিকাল ২টা
ভর্তি, ক্লাস শুরুর তারিখ: ১২/০১/২০২৩ খ্রি:
প্রয়োজনীয় কাগজপত্র: ৮ম শ্রেণি/জেএসসি/এসএসসি পাশের সনদের ফটোকপি।
জাতীয় পরিচয়পত্র/জম্ন সনদের ফটোকপি।
২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
২০ বছর বয়সী প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকহে হবে।
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী:
৮০% উপস্থিতির ভিত্তিতে প্রত্যেক প্রশিক্ষার্থীকে প্রতিদিন ১৫০/- টাকা হারে যাতায়াত ও টিফিন ভাতা প্রদান করা হবে।
কোর্স শেষে চাকুরী/কর্মসংস্থানের জন্য সহায়তা প্রদান করা হবে।
নারী, উপজাতি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ভর্তির অযোগ্যতা:
ইতিপূর্বে যাবা সেইপ এর কোন কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী।
যারা কোর্স শেষে চাকুরী করতে অনিচ্ছুক/অপারগ।
আরো বিস্তারিত তথ্যের জন্য কেন্দ্রের প্রশিক্ষণ শাখা/তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন।
আবেদন ফরম বিনা মূল্যে স্ব স্ব ট্রেড হতে সংগ্রহ করা যাবে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://bgttc.gov.bd/
