Palli bidyut job circular 2022 পল্লীবিদুৎ নিয়োগ ২০২২ সার্কুলার
আবেদনের শেষ তারিখ: ২৯/১২/২০২২
আবেদন করতে এখানে ক্লিক করুন: Click Here
Palli bidyut job circular 2022 পল্লীবিদুৎ নিয়োগ ২০২২ সার্কুলার স্বারক নং ২৭.১২.০০০০.১১০.৫১.০০৩.২২.৫৮৭৬ তারিখ: ০৬ ডিসেম্বর ২০২২ খ্রিঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যু সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি), সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) এবং মিটার টেস্টার এর শূন্য পদে নিয়োগ প্রদান/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেলী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। Palli bidyut job circular 2022 নির্বাচিত প্রার্থী যোগদানে সম্মত হলে তাকে প্রথম ০১ বছরের জন্য অন-প্রবেশনে নিয়োগ করা হবে। অন-প্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর লাইসেন্স (শুধুমাত্র ক্রমিক নং-০১ এবং ০২ এ উল্লেখিত পদের জন্য প্রযোজ্য) থাকা সাপেক্ষে নিয়মিত করা হবে। বর্ণিত পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বেতন স্কেল এবং আবেদন করর যোগ্যতা উল্লেখ করা হলো:
govt job circular
০১। সহকারী জেনারেল ম্যানেজার (ওএনএম/পিএন্ডএম/ইএন্ডসি); ২১ (একুশ) টি; ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ সুক্তিযোদ্ধার কুত্র-কন্যা এবং শারীরিক প্রতি বন্ধিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২বছর।
বিএসসি ডিগ্রি; অন-প্রবেশন কালীন নির্ধারিত বেতন ৪১,৮০০/- (একচল্লিশ হাজার আটশত) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য বাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন-প্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনূযায়ী ৪৩,৫০০/- (তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
০২। সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা); ০৭ (সাত) টি; ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ সুক্তিযোদ্ধার কুত্র-কন্যা এবং শারীরিক প্রতি বন্ধিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২বছর।
বিএসসি ডিগ্রি;
অন-প্রবেশন কালীন নির্ধারিত বেতন ৪১,৮০০/- (একচল্লিশ হাজার আটশত) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য বাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন-প্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনূযায়ী ৪৩,৫০০/- (তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
০৩। মিটার টেস্টার; ৪৯ (উনপঞ্চাশ) টি; ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ সুক্তিযোদ্ধার কুত্র-কন্যা এবং শারীরিক প্রতি বন্ধিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২বছর।
এইচএসসি/সমমান (শুধুমাত্র বিজ্ঞান বিভাগ) সর্বনিম্ন জিপিএ ৩.৫০ জিপিএ ৫.০০ এর কেক্ষে।
অন-প্রবেশন কালীন নির্ধারিত বেতন ১৮,৩০০/- (আঠার হাজার তিনশত) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য বাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন-প্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনূযায়ী ১৯,২২০/- (উনিশ হাজার দুইশত বিশ) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
বিজ্ঞপ্তিটি ভালোকরে পড়ুন তারপরে সবগুলো ধাপ সুন্দর ভাবে অতিক্রম করে আবেদন করুন। আবেদন ফরজ জমা দেয়ার পর কোন এডিট করার সুযোগ থাকবে না তাই সতর্কতার সাথে ফরম পূরন করুন।
Recently government Job Circular 2022


সতর্কতা: ই-সেবা পয়েন্ট কোন চাকরি দেয়ার প্রবনতা দেয় না। এটি একটি অনলাইন সহায়তা মাধ্যম মাত্র, আমরা সরকারি বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠানের জনস্বার্থে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো সকলের জন্য সহজ করে তুলেধরি যাহাতে সুবিধাবঞ্চিত সকলে কাজে লাগাতে পারে এবং নিজেকে যোগ্য বলে যাচাই করতে সক্ষম হয়।
সরকারি নিয়োগের নতুন সব সার্কুলার দেখতে
