ই সেবা পয়েন্ট
রবিবার , ১১ ডিসেম্বর ২০২২ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Founder Massage
  2. Meraz Islam
  3. অন্যান্য
  4. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  5. কম্পিউটার
  6. কারিগরি শিক্ষা
  7. খেলা
  8. চাকরি
  9. জেনারেল শিক্ষা
  10. টেকনিশিয়ান
  11. ডাউনলোড
  12. পত্র পত্রিকা
  13. পর্যনট
  14. প্রশিক্ষণ ও ট্রেড কোর্স
  15. বিনোদন
E SHEBA POINT

SSC পাসে ২০,০১০/- টাকা বেতনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। Govt job circular

প্রতিবেদক
Meraz Islam
ডিসেম্বর ১১, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
govt job circular

govt job circular

govt job circular স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের govt job circular আওতাধীন বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি পবেষণা ইনস্টিটিউ-এ নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহবান কা যাচ্ছে:

সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পাঠকের সুবিধার জন্য আবেদনের লিংক এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি সংযুক্ত করা হলো।

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

পদসংখ্যা: ২টি।

শিক্ষগত যোগ্যতা: এসএসসি।

বেতন: ২০তম গ্রেড।

আবেদন শুরুর তারিখ:

আবেদনের শেষ তারিখ: ০১/০১/২০২৩ খ্রি: অফিস চলাকালিন সময়ের মধ্যে।

বিজ্ঞপ্তিটি ভালোকরে পড়ুন তারপরে সবগুলো ধাপ সুন্দর ভাবে অতিক্রম করে আবেদন করুন। আবেদন ফরজ জমা দেয়ার পর কোন এডিট করার সুযোগ থাকবে না তাই সতর্কতার সাথে ফরম পূরন করুন।

আবেদনের শর্তাবলীঃ

  1. আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, বৈবাহিক অবস্থা, স্বামী/স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্মনিবন্ধন নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ই-মেইল ও মোবাইল/ফোন নম্বর ইত্যাদি তথ্য উল্লেখসহ আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;
  2. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, সকল শিক্ষাগত যোগ্যতার, অভিজ্ঞতার ও নাগরিকত্বের সনদসহ সকল সনদের সত্যায়িত কপি, আবেদনকারীর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে শুধুমাত্র গবেষণার শিরোনামের তালিকা এবং ড্রাইভার পদের জন্য ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে;
  3. একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে;
  4. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
  5. বয়স প্রমানের ক্ষেত্রে ৮ম শ্রেণি উত্তীর্ণ/এসএসসি/সমমানের সনদে বর্ণিত জম্ন তারিখ অনুযায়ী বয়স নির্ধারিত হবে। আসামী ০১/০১/২০২৩ খ্রিঃ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স গণনা করা হবে। যথাযথ কর্তৃক অনুমোদিত নিয়োগবিধি অনুযায়ী যোগ্য আবেদনকারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার বিষয় নির্ধারণ করা রয়েছে। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
  6. মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত সকল সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণা প্রকাশনা/প্রশিক্ষণ সনদ/অভিজ্ঞতার সনদের মূলকপি উপস্থাপন করতে হবে;
  7. আবেদনপত্র পরিচালক, বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন িএবং প্রযুক্তি গবেষণা ইনসি্‌টটিউট বরাবর এবং আবেদনপত্র ‘বিজ্ঞাপনদাতা, জিপিও বক্স নম্বর-২৭৯, ঢাকা-১০০০’ এই ঠিকানায় আগামী ০১/০১/২০২৩ খ্রিঃ তারিখে (অফিস চলাকালীন সময়ের মধ্যে) পৌছাতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র প্রহণ করা হবেনা;
  8. লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশপ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
  9. গত ১০/১১/২০২১ তারিখের ‘দৈনিক যুগান্তর’ (ডিজি-২২৪৯) এবং ১২/১১/২০২১ তারিখে ‘দি ডেইলি অবজারভার’ (জিডি-৫৪৯৮) পত্রিকায়য় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই;
  10. নিয়োগ সংক্রান্ত সকল সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

সতর্কতা: ই-সেবা পয়েন্ট কোন চাকরি দেয়ার প্রবনতা দেয় না। এটি একটি অনলাইন সহায়তা মাধ্যম মাত্র, আমরা সরকারি বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠানের জনস্বার্থে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো সকলের জন্য সহজ করে তুলেধরি যাহাতে সুবিধাবঞ্চিত সকলে কাজে লাগাতে পারে এবং নিজেকে যোগ্য বলে যাচাই করতে সক্ষম হয়।

সর্বশেষ - চাকরি