এসএসসি পাশেও আবেদন করা যাবে কার্যসহকারী পদে এবং বাকি অন্যান্য পদগুলোতেও পদের ধরন এবং যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ ২০২২
পাঠকের সুবিধার জন্য আবেদনের লিংক এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি সংযুক্ত করা হলো।
পদসংখ্যা: ৯ক্যাটাগরিতে ১২জন।
শিক্ষগত যোগ্যতা: এসএসসি – স্নাতক।
বয়স: ০৮/১২/২০২২ ইং তারিখে ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত শীথিলযোগ্য।
বেতন: ১৬তম গ্রেড।
আবেদনের শেষ তারিখ: ০৮/১২/২০২২ ইং তারিখের মধ্যে আবেদন পত্র পৌছাতে হবে।
আবেদনের মাধ্যম: আবেদন করতে এখানে ক্লিক করুন
বিজ্ঞপ্তিটি ভালোকরে পড়ুন তারপরে সবগুলো ধাপ সুন্দর ভাবে অতিক্রম করে আবেদন করুন। আবেদন ফরজ জমা দেয়ার পর কোন এডিট করার সুযোগ থাকবে না তাই সতর্কতার সাথে ফরম পূরন করুন।
নতুন চাকরি


চাকরি নিয়োগ

সতর্কতা: ই-সেবা পয়েন্ট কোন চাকরি দেয়ার প্রবনতা দেয় না। এটি একটি অনলাইন সহায়তা মাধ্যম মাত্র, আমরা সরকারি বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠানের জনস্বার্থে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো সকলের জন্য সহজ করে তুলেধরি যাহাতে সুবিধাবঞ্চিত সকলে কাজে লাগাতে পারে এবং নিজেকে যোগ্য বলে যাচাই করতে সক্ষম হয়।