২৯ জানুয়ারী শনিবার রাত ০৮টায় ১ম মেধাতালিকা প্রকাশ করা হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।
একাদশ শ্রেনীতে ভর্তি ২০২২
একাদশ শ্রেনীতে ভর্তি নীতিমালা ২০২২
অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২২
কলেজে ভর্তির আবেদন ২০২২-২০২৩
ভর্তি আবেদন শুরুর তারিখ নিয়ম নীতিসহ সকলত তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তি তুলেধরা হলো।
অনলাইনে আবেদনের জন্য এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/-টাকা (একশত পঞ্চাশ) আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫(পাট)টি এবং সর্বোচ্চ ১০(দশ)টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে;
ভর্তি আবেদন করতে এখানে ক্লিক করুন
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চার্জ ও ভর্তি ফি প্রহণ করতে হবে। উল্লেখ্য এমপিওভুক্ত প্রতিষ্ঠানসমুহ কোনক্রমেই উন্নয়ন ফি গ্রহন করতে পারবে না ইহা ভর্তি নীতিমালার ৫.৫.১ অনুচ্ছেদে বলা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য- ইংরেজী ভার্সন-৫,০০০/- বাংলা ভার্সন-৫,০০০/-
মেট্রেপলিটন এলাকা ব্যতিত- বাংলা ভার্সন ৩,০০০/- ইংরেজী ভার্সন-৩,০০০/-
জেলা এড়িয়া- বাংলা ভার্সন-২,০০০/- ইংরেজী ভার্সন-২,০০০/-
উপজেলা/মফস্বল এলাকা- বাংলা ভার্সন-১,৫০০/- ইংরেজী ভার্সন-১,৫০০/-
নন এম.পি.ও/আংশিক এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি নিম্নোক্ত
ঢাকা মেট্রপলিটন এলাকা:
বাংলা ভার্সন-৭,৫০০/- ইংরেজী ভার্সন-৮,৫০০/-
মেট্রোপলিটন(ঢাকা ব্যতীত):
বাংলা ভার্সন- ৫,০০০/- ইংরেজী ভার্সন- ৬,০০০/-
জেলা শহর:
বাংলা ভার্সন- ৩,০০০/- ইরেজী ভার্সন- ৪,০০০/-
উপজেলা/মফস্বল:
বাংলা ভার্সন- ২,৫০০/- ইংরেজী ভার্সন- ৩,০০০/-
সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে বলে নীতিমালায় উল্লোখ আছে।
কলেজে ভর্তি হওয়ার নতুন নিয়ম
একাদশ শ্রেনীর ভর্তি কবে?
০৮/০১/২০২৩
ছবিতে লেখা পড়তে সমস্যা হলে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া নোটিশ পিডিএফ ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন





