ভারতে ভ্রমনের জন্য আপনাকে প্রথমে ভিসার আবেদন করতে হবে। ভিসা আবেদনের জন্য আপনার অনলাইনে আবেদন করতে হবে; ভিসার আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র চাকরি কিবা ব্যবসায়িক কাগজপত্র এবং ৬ (ছয়) মাসের ব্যাংক স্টেটমেন্ট সহ অনলাইন আবেদনপত্র এবং সাথে পাসপোর্ট জমা করতে হয়। জমা করার সাথে ভিসা ফি পরিশোধ করতে হয়।
এম্বাসি কাগজপত্র যাচাই করে জমা রেখে একটি প্রাপ্তি স্বীকার রশিদ দিবেন সেটাতে ডেলিভারী তারিখ দেয়া থাকবে সেই তারিখে রশিদ নিয়ে গেলে ভিসা সহ পাসপোর্ট দিবে। যদি কোন কারনে ভিসা প্রাপ্ত না হয় তাহলেও পাসপোর্ট ফেরতৎ দিবেন।
ভিসা প্রাপ্তির পরে টিকিট কনফার্ম করে যাত্রা শুরু করবেন। হোটেল বুকিং সাধারণত অনলাইনে দেয়া যায় তবে গিয়ে সরাসরি হোটেল নিলে খরচ কম হবে।
খাবার এবং আবাসন খরচ সাধ্যের মধ্যেই রয়েছে।
বাস, ট্রেন, এয়ার সব পথেই যাওয়ার ব্যবস্থা রয়েছে।
ভারতে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমনের জন্যও এয়ার বাস ট্রেন রয়েছে।
ভরত ভ্রমন খরচ
খরচ তুলনামূলক কম; বাংলাদেশে কক্সবাজার ভ্রমন করতে যেই টাকা লাগে সেই তুলনায় অনেক কম এবং খাবার আবাসন সবকিছুই সুলভমূলে।
ভিসার জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন: Click Here