বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিজিটিটিসি) তে ফ্রি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন
ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র
ফ্রী ড্রাইভিং-প্রশিক্ষণ জনশক্তি কর্মসংস্তান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন “স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম” (SEIP) শীর্ষক প্রকল্পের আওতায় ০৪ মাস মেয়াদী “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যন্স” ফ্রী ড্রাইভিং-প্রশিক্ষণ কোর্সে ভর্তির নিমিত্তে অদ্য ০৬/১২/২০২২ ইং তারিখ হতে ১৮/১২/২০২২ ইং তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে অটোমোটিভ ট্রেড হতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের সরাসরি ফরম গ্রহনের জন্য আহবান করা যাচ্ছে। কোর্স ফী সম্পূর্ণ ফ্রী। বেকার, এতিম, দরিদ্র, মহিলা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদেরকে অগ্রাধীকার দেয়া হবে। আসন সংখ্যা সকাল শিফট= ২০জন, সকাল ০৮:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত, বিকাল শিফট=২০ জন, দুপুর ১২:৩০ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
প্রতিদিন ক্লাস করার মানসিকতা থাকতে হবে; ক্লাস নিয়মিত উপস্তিত না থাকলে যে কোনো সময় ভর্তি বাতিল করা হবে। তাই ভর্তি হয়ে অন্যের েএকটি আসন নস্ট করার চেয়ে যদি আপনার কাচে পর্যাপ্ত সময় না থাকে তাহলে ভর্তি আবেদন করার প্রয়োজন নাই।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন খালি সাপেক্ষে যাচাই বাচাই করে ভর্তি কনফার্ম করা হবে।
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ ২০২২
বি:দ্র: কোর্স শেষে দৈনিক ১৫০/- টাকা হারে ভাতা এবং ফ্রি মোটর ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।
ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়: ০৬/১২/২০২২ ইং তারিখ হতে ১৮/১২/২০২২ ইং তারিখ পর্যন্ত।
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র ২০২২
প্রয়োজনীয় কাগজপত্র:
- সর্বনিম্ন ৮ম শ্রেণি/সমমান পাশ।
- বয়স ২১ থেকে ৩৫ বছর।
- জাতীয় পরিচয়পত্র থাকহে হবে।
- পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
- ড্রাইভিং কাজের জন্য শারীরিক সক্ষমতা থাকতে হবে।
সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ
ভর্তি পরীক্ষা/ফলাফল এবং ক্লাস শুরু:
- ভর্তি পরীক্ষার সময়: ১৯/১২/২০২২ ই তারিখ সকাল ০৯:০০ ঘটিকা।
- ফলাফল প্রকাশ: ২০/১২/২০২২ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা।
- ক্লাস শুরু: ০১/০১/২০২৩ ইং।
এই কোর্সে যাদের আবেদন করার প্রয়োজন নাই:
- যাদের একাধিক জাতীয় পরিচয়পত্র আছে।
- যাদের পূর্বের ড্রাইভিং লাইসেন্স আছে।
- ছাত্র/ছাত্রী, চাকুরিজীবি।
- যারা আর্থিকভাবে স্বচ্চল।
ভর্তির ফরম সংগ্রহ: ফরম পাওয়া যাবে কেন্দ্রের আটোমোটিভ ট্রেড হতে, অফিস চলাকালীন সময়ে।
বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন
যোগাযোগ: ০১৬৮৩৫৫০৯৪৫, ০১৭১৮৩৬৮৪৭৩

আমাদের অন্য কোর্স সমূহের বিজ্ঞপ্তি দেখতে চাইলে এখানে ক্লিক করুন
