গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রোড ট্রান্সপোর্ট অথোরিটি কর্তৃপক্ষ এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হয়।
আবেদনের নূন্যতম যোগ্যতা: ৮ম শ্রেনী পাশ।
অপেশাদার লাইসেন্সের জন্য ১৮বছর এবং পেশাদার লাইসেন্সের জন্য ২১বছর নির্ধারিত।
মানসিক ও শারীরিকভাবে সুস্থ্য থাকতে হবে।
আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র এবং প্রার্থীর মেডিকেল ফরম স্ক্যান করে আবেদন করতে হয়। তারপরে লার্নার কার্ড ইস্যূ হয় এবং লার্নাার কার্ডে পরীক্ষার তারিখ দেয়া থাকবে সেই তারিখের মধ্যে ভালোকরে ড্রাইভিং শিখতে হবে।
নূন্যতম ২/৩মাস শিক্ষা গ্রহন করতে হবে।
নির্ধারিত লার্নার ফি- ১ ক্যাটাগড়ি- ৩৪৫/-টাকা এবং ২ক্যাটাগড়ি- ৫১৮/- টাকা।
উল্লেখিত তারিখে উপস্থিত হয়ে লিখিত এবং প্রাকটিক্যাল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় পর্যায়ক্রমে উত্তীর্ণ হলে চুড়ান্ত উত্তীর্ণ বলে বিবেচিত হবেণ এবং চুড়ান্ত উত্তীর্ণ প্রার্থীরা সরকার নির্ধারিত ফি পেশাদার- ১৬৭৯/- এবং অপেশাদার- ২৫৪২/- নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে জমা রশিদ, পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে পুলিশি তদন্ত প্রতিবেদন এবং সদ্যতোলা এককপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র নিয়ে লাইসেন্স এর জন্য ফিঙ্গারপ্রিন্ট দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেয়ার পরে আপনি একটি প্রাপ্তিস্বীকারপত্র পাবেন সেটা হবে আপনার অস্থায়ী ড্রাইভিং অনুমতিপত্র। পরবর্তীতে আপনার তথ্যঅনুযায়ী লাইসেন্স প্রিন্ট হয়েগেলে আপনাকে মেসেজ দিয়ে আবহিত করা হবে আপনার লাইসেন্স প্রস্তত আছে মর্মে। তখন আপনি প্রাপ্তি রশিদ এবং প্রাপ্ত মেসেজ প্রদর্শন করে আপনার লাইসেন্সটি সংগ্রহ করতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে লাইসেন্স আবেদন: আবেদন করতে এখানে ক্লিক করুন
