ই সেবা পয়েন্ট
শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Founder Massage
  2. Meraz Islam
  3. অন্যান্য
  4. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  5. কম্পিউটার
  6. কারিগরি শিক্ষা
  7. খেলা
  8. চাকরি
  9. জেনারেল শিক্ষা
  10. টেকনিশিয়ান
  11. ডাউনলোড
  12. পত্র পত্রিকা
  13. পর্যনট
  14. প্রশিক্ষণ ও ট্রেড কোর্স
  15. বিনোদন
E SHEBA POINT

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানীতে ৭০ হাজার টাকা বেতনে চাকরি বিজ্ঞপ্তি

প্রতিবেদক
Meraz Islam
ডিসেম্বর ৯, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
সরকারি নিয়োগ

সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জেএসসি/সমমান পাস, এলএলবি/এমবিএ; স্নাতক ডিগ্রী; ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল; মেকানিক্যাল; সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি; এসএসসি/সমমান; এইচএসসি সমমান এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা।

ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)-এ নিম্নবর্ণিত পদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

পদের নাম, পদের সংখ্যা, মুল বেতন ও বয়সঃ

১। উপব্যবস্থাপক (কোম্পানি সচিবালয়), ১টি পদ; মুল বেতন: টাকা ৭০,০০০.০০; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি/এমবিএ ডিগ্রী।

অভিজ্ঞতা: সহকারী ব্যবস্থাপক/সিহকারী পরিচালক/সহকারী কোম্পানি সেক্রেটারি পদে প্রশাসনিক/সাচিবিক কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসিএসধারীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।

সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

২। উপবিভাগীয় প্রকৌশলী (আইসিটি), ৩টি পদ; মুল বেতন: টাকা ৭০,০০০.০০; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর;

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CSE/IT/ECE বিষয়ে স্নাতক গিগ্রি।

অভিজ্ঞতা: সহকারী প্রকৌশলী (ICT/MIS/SAR/BASIS & ABAR/Programming) সমমান পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। উপসহকারী প্রকৌশলী, ৪টি পদ; মুল বেতন: ৪০,০০০.০০; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনূযায়ী প্রদেয়।

বয়স: সর্বোচ্চ ১৮-৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

৪। জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট), ১টি পদ; মুল বেতন: ৪০,০০০.০০ টাকা; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। বয়স: ১৮-৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিস্যান্স/ অ্যাকাউন্টিং-এ স্নাতক অথবা এমবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রী।

৫। স্টোর কিপার (গ্রেড-৪), ২টি পদ; মুল বেতন: টাকা ২৩,০০০.০০; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। বয়স: ১৮-৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড/ইনস্টিটিউট হতে এইচএসসি/সমমান পাস।

অভিজ্ঞতা: কম্পিউটার বেইজড স্টোর ম্যানেজমেন্ট জ্ঞানসহ কোন বৃহৎ প্রতিষ্ঠানে স্টোর অ্যাসিস্ট্যান্ট/স্টোর হেলপার/অ্যাটেনডেন্ট পদে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।

৬। সিকিউরিটি কাম ফায়ার ফাইটিং সুপারভাইজার (গ্রেড-৪), ২টি পদ; মুল বেতন: টাকা ২৩,০০০.০০; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। বয়স: ১৮-৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড/ইনস্টিটিউট হেতে এইচএসসি/সমমান পাস।

অভিজ্ঞতা: নিরাপত্তা প্রহরী পদে কমপক্ষে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭। ক্রেন অপারেটর (গ্রেড-৪), ২টি পদ; মুল বেতন: টাকা ১৫,৫০০.০০; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। বয়স: সর্বোচ্চ ১৮-৪৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড/ইনস্টিটিউট হতে এসএসসি/সমমান পাস।

অভিজ্ঞতা: ক্রেন/হেভি ভেহিকেল চালনায় কমপক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভি/অপারেটিং লাইসেন্সধারী।

৮। নিরাপত্তা প্রহরী, ১০টি পদ; মুল বেতন: টাকা ১৪,৫০০.০০; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। বয়স: সর্বোচ্চ ১৮-৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড/ইনস্টিটিউট হতে এসএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৯। গার্ডেনার, ১টি পদ; মুল বেতন: টাকা ১৪,০০০.০০; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। বয়স: সর্বোচ্চ ১৮-৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড/স্কুল/প্রতিষ্ঠান হতে জেএসসি/সমমান পাস।

১০। কুক, ১টি পদ; মুল বেতন: টাকা ১৪,৫০০.০০; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। বয়স: সর্বোচ্চ ১৮-৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত স্কুল/প্রতিষ্ঠান হতে জেএসসি/সমমান পাস।

১১। পরিচ্ছন্নতা কর্মী, ৩টি পদ; মুল বেতন: টাকা ১৪,০০০.০০; বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। বয়স: সর্বোচ্চ ১৮-৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত স্কুল/প্রতিষ্ঠান হতে জেএসসি/সমমান পাস।

আবেদনের তারিখ: ০৬/১২/২০২২ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৬/১২/২০২২ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।

বিজ্ঞপ্তিটি ভালোকরে পড়ুন তারপরে সবগুলো ধাপ সুন্দর ভাবে অতিক্রম করে আবেদন করুন। আবেদন ফরজ জমা দেয়ার পর কোন এডিট করার সুযোগ থাকবে না তাই সতর্কতার সাথে ফরম পূরন করুন।

আবেদন করতে এখানে ক্লিক করুন: Click Here

সরকারি চাকরির খবর ২০২২

সতর্কতা: ই-সেবা পয়েন্ট কোন চাকরি দেয়ার প্রবনতা দেয় না। এটি একটি অনলাইন সহায়তা মাধ্যম মাত্র, আমরা সরকারি বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠানের জনস্বার্থে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো সকলের জন্য সহজ করে তুলেধরি যাহাতে সুবিধাবঞ্চিত সকলে কাজে লাগাতে পারে এবং নিজেকে যোগ্য বলে যাচাই করতে সক্ষম হয়।

সর্বশেষ - চাকরি