seip প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২২ দেশ-বিদেশ দক্ষ জনশক্তির চাহিদা পূরণের লক্ষ্যে “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের” অধীন “জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো” কর্তৃক পরিচালিত “বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র” (বিজিটিটিসি), মিরপুর, ঢাকায় ৩মাস/৩৬০ঘন্টা মেয়াদী seip প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২২ ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। কোর্স ফি মাত্র ৪৮/- টাকা।
ভর্তি নিশ্চত করার পূর্বে শিক্ষার্থীকে অবশ্যই অঙ্গিকার করতে হবে যে, তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে কোর্স সম্পন্ন করবেন। কোনভাবে অনুপস্থিথ থাকলে তার ভর্তি বাতিল করা হবে।
ভাতা টাকা পেতে হলে তাকে অবশ্যই ৮০% এর উপরে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
কোর্স সম্পন্ন করার পরে চাকরি করার মানসিকতা থাকতে হবে; অথবা নিজে উদ্যোক্তা হতে পারবেন।
স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্স ২০২২
নিয়মিত কোর্স সমূহ:
- অটোমেকানিক্স ৩মাস/৩৬০ঘন্টা ৮ম শ্রেনি পাস আসন-৩০ 01852463106
- আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড- এসএসসি-01712644834
- কম্পিউটার এ্যাপ্লিকেশন; এসএসসি-01778526588
- গ্রাফিক্স ডিজাইন; এসএসসি; 01871236520
- প্যাটার্ন মেকিং; এসএসসি
- ড্রেস মেকিং; এসএসসি
- কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট; এসএসসি
- সুইং মেশিন অপারেটর
- ইলেকট্রিশিয়ান
- ইলেকট্রিক্যাল ইনষ্ট্রেমেশন মেইনটেনেন্স
- সুইং মেশিন মেইনটেনেন্স
- ওয়েল্ডিং
- প্লাম্বিং
- রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন Click Here
ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

আমাদের অন্যান্য ভর্তি বিষয়ক তথ্য ভিজিট করতে এখানে ক্লিক করুন
